Home শিক্ষা ও ক্যাম্পাস নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা–শিক্ষামন্ত্রী

নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা–শিক্ষামন্ত্রী

32

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, পরিস্থিতি অনুকূলে থাকলে নভেম্বরে এসএসসি ও ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা অনুষাঠিত হবে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, আমাদের সব ধরনের প্রস্তুতি আছে। বৃহস্পতিবার থেকে এইচএসসির ফরম পূরণ শুরু হয়েছে। টিকা কার্যক্রমও চলছে। আশা করা যাচ্ছে, নভেম্বরের মাঝামাঝিতে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। ক্রমশ করোনা সংক্রমণের হার কমছে। গত এক সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে ২২-২৩ শতাংশে দাঁড়িয়েছে। এর আগে তা ৩০-৩২ শতাংশে ছিলো। পরীক্ষার নির্ধারিত সময়ে পরিস্থিতি অনুকূলে চলে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কোন কারণে পরিস্থিতি অনুকূলে না আসলে তখন প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেন।
পরীক্ষার্থীদের প্রস্তুতির বিষয়ে বলেন, তাদের সিলেবাস অনেক কমিয়ে দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টের পাশাপাশি বই পড়তে তাদের প্রস্তুতিটা হয়ে যাবে, এবং পরীক্ষা দিতে পারবে।

কোন কারণে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে, অ্যাসাইনমেন্ট ও সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়।