Home রাজনীতি নদী বাঁচাও-প্রাণ-প্রকৃতি বাঁচাও; ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

নদী বাঁচাও-প্রাণ-প্রকৃতি বাঁচাও; ওয়ার্কার্স পার্টির মানববন্ধন

45

ডেস্ক রিপোর্ট: নদী দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর কমিটি আজ ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর তীরে সদরঘাট লালকুঠিঘাট এলাকায় মানববন্ধন করেছে । মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড রমেশ দাস, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সভাপতি বীরমুক্তিযোদ্ধা জননেতা কমরেড আবুল হোসাইন। বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়, ঢাকা মহানগর অন্যতম নেতা কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড শিউলী শিকদার, কমরেড বিপাশা চক্রবর্তী, কমরেড রনজিৎ কুমার দাস, কমরেড পিউ দাস প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি নেতৃবৃন্দ বলেন, ঢাকার প্রাণ হিসেবে খ্যাত বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে অনুরোধ জানানো হয়। এ সময় বক্তারা জনগণকেও ঐক্য বন্ধ হয়ে এই আন্দোলনে সামিল হতে বলেন। ঢাকার প্রাণ এই নদীগুলোকে সতেজ ও সচল রাখার জন্য নদীগুলোর অবৈধ দখল উচ্ছেদ, নদী খনন ও দূষণ মুক্তির কোন বিকল্প নেই।