Home সাহিত্য ও বিনোদন মাংলায় কবি হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

মাংলায় কবি হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

37
????????????????????????????????????

মোংলা থেকে মো. নূর আলমঃ অকাল প্রয়াত কবি, গবেষক, প্রাবন্ধিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. হিমেল বরকতের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২২ নভেম্বর সোমবার দিনব্যাপী মোংলা সরকারি কলেজ, রুদ্র স্মৃতি সংসদ মিঠাখালী, সম্মিলিত সাস্কৃতিক জোট মোংলা, সমুদ্র সাহিত্য পরিষদ মোংলা, বন্ধু পর্ষদ, মোংলা, মিঠাখালী সিদ্দিক বাজার বণিক সমিতি, মোংলা সাহিত্য পরিষদ, আঁলোর পথে বন্ধু সমাজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিলো সোমবার সকালে র‌্যালী সহকারে মিঠেখালিতে কবির সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, দোয়া ও মোনাজাত। সোমবার সকাল ৯ টায় কবির মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদনে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও রুদ্র স্মৃতি সংসদ এর সভাপতি সুমেল সারাফাত, শিরিয়া বেগম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব গীতিকার মোলøা আল মামুন, অন্তর বাজাও শিল্পী গোষ্ঠী’র প্রধান শিল্পী গোলাম মহম্মদ, মিঠাখালি ইউপি ১নং ওয়ার্ড সদস্য উকিল উদ্দিন ইজারাদার, কবি হিমেল’র বাল্য বন্ধু জানে আলম বাবু, ফুটবলার লিটন গাজী, সাংবাদিক বায়জিদ হোসেন প্রমূখ। সোমবার সকাল ১১টায় মোংলা সরকারি কলেজে শিক্ষক পরিষদ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক সাহারা বেগম, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক নিগার সুলতানা সুমী প্রমূখ। স্মরণ সভায় বক্তারা বলেন কবি গবেষক ড. হিমেল বরকত’র অকাল প্রয়াণে বাঙলা সাহিত্য বিশেষ করে সুন্দরবন অঞ্চলের লোকসাহিত্যের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। ড. হিমেল বরকত ১৯৭৭ সালের ২৭ জুলাই বাগেরহাট জেলার মোংলার মিঠেখালী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০২০ সালের ২২ নভেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।