স্টাফ রিপোর্টার।। “নতুন প্রজন্মই হবে স্মার্ট বাংলাদেশের কাণ্ডারী”-এ প্রত্যাশায় সকল শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় সেই বাংলাদেশের এবং যুগোপযোগী বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠার আহ্বান জানালেন উইলস অধ্যক্ষ আ ন ম শামসুল আলম। আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচীব বাংলা মাধ্যম প্রভাতী শাখার শাখা প্রধান উত্তম কুমার হাজরা। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ইংলিশ ভার্সন দিবা শাখার শাখা প্রধান ইমেলদা হোসেন। বক্তব্য রাখেন ইংলিশ ভার্সন দিবাশাখার সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক দাউদ ইকবাল ও সহকারী শিক্ষক মনিকা মণ্ডল। পরে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।