Home জাতীয় ধর্মান্ধ গোষ্ঠীর সাথে আপোষ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে: ছাত্র মৈত্রী

ধর্মান্ধ গোষ্ঠীর সাথে আপোষ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে: ছাত্র মৈত্রী

26

ডেস্ক রিপোর্ট: পাঠ্যক্রম নিয়ে ধর্মান্ধ গোষ্ঠীর সাথে সরকারের বারবার আপোষ শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে।বাংলাদেশ ছাত্র মৈত্রী আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন।
বিবৃতিতে আরও বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি গতকাল জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর দুটি বই ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবির মুখে অনেকটা আকস্মিকভাবেই প্রত্যাহারের নামে কার্যত বাতিল করেছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী মনে করে এই ঘটনার মধ্য দিয়ে সরকার আরো একবার সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করল। বাতিল করা দুইটি বই পর্যালোচনা করলে দেখা যায় সেখানে ধর্ম অবমাননাকর কিংবা কোন ধর্মকে হেয় করে কোন বক্তব্য ছিল না। তারপরেও ধর্মান্ধ গোষ্ঠীর মনগড়া অভিযোগের মুখে সরকার বই দুটি বাতিল করে তার নতজানু নীতির পরিচয় দিয়েছে। এর আগেও আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের দাবির মুখে ২০১৭ সালে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয়েছিল। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের কে কখনোই সময় উপযোগী, আধুনিক ও বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব নয়। তাই আমরা দাবি জানাই প্রত্যাহারকৃত বই দুটি প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের মাধ্যমে অনতিবিলম্বে পাঠ্যক্রমে পুনরায় যুক্ত করা হোক।