Home রাজনীতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন আজ পিষ্ট–হাজী মিলন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন আজ পিষ্ট–হাজী মিলন

54

স্টাফ রিপোটারঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, দেশের মানুষ ভালো নেই। উন্নয়ন দিয়ে মানুষের পেট ভরে না। মানুষ বাঁচার জন্য অন্ন চায়। যা তিন বেলায়ই প্রয়োজন। দেশের সিংহভাগ জনগণ সেই অন্ন কিনতে হিমশিম খাচ্ছে। দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতি জনজীবন আজ পিষ্ট হতে চলেছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার আমলীগোলায় দুস্থ, অসহায় ও ভাসমানদের মাঝে ১৫ দিনব্যাপী ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মিলন বলেন, দেশে উন্নয়ন দৃশ্যমান হলেও সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। বাজার সিন্ডিকেট ও পরিবহন সিন্ডিকেট পুরো জাতিতে জিম্মি করে রেখেছে। অথচ সরকার নিশ্চুপ। কারণ, এই সিন্ডিকেটে সরকারি দলের লোকেরা জড়িত। সরকার যদি এই সিন্ডিকেট না ভাঙতে পারে তাহলে আগামী জাতীয় নির্বাচনে এর জন্য সরকারকে মাশুল দিতে হবে।

এসময় মহানগর জাতীয় পার্টি নেতা কামাল হোসেন, শাখাওয়াত হোসেন মকবুল, সাজ্জাদ সোহাগ, শাকিল হোসেন, মোক্তার হোসেন, হাজী সিরাজ, মো. শামীমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।