ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে ।মঙ্গলবার বেলা ৩টায় ডেপুটি স্পীকার শামসুল হক টুকুর সভাপতিত্বে জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনষ্ঠিত হয়।শুরুতে স্পীকার নির্বাচন করা হয়।পরে মুলতবী করে নবনির্বাচিত স্পীকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ডেপুটি স্পীকার নির্বাচন সম্পন্ন করা হয়। স্পীকার ও ডেপুটি স্পীকারকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথম অধিবেশনে ভাষণ দেন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দেন।

এবারের দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামীলীগ পেয়েছে ২২৩টি, বিরোধীদল জাতীয় পার্টি ১১টি, স্বতন্ত্র ৬২টি, জাসদ ১টি, ওয়ার্কার্স পার্টি ১টি ও কল্যাণ পার্টি ১ট আসন পেয়েছন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।