Home জাতীয় দৌলতপুরে ৩ নম্বর ইট দিয়ে সড়ক নির্মাণ করার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারপিট...

দৌলতপুরে ৩ নম্বর ইট দিয়ে সড়ক নির্মাণ করার প্রতিবাদ করায় ব্যবসায়ীকে মারপিট : ৭০ হাজার টাকা ছিনতাই

44

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ৩ নম্বর ইট দিয়ে সড়ক নির্মাণ করার প্রতিবাদ করায় আব্দুর রাজ্জাক (৫৯) নামে এক ব্যবসায়ীকে মারপিট করেছে ঠিকাদারের লোকজন। শুক্রবার দুপুরে উপজেলার আল্লারদর্গা মাষ্টারপাড়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক গতকাল হামলাকারীদের বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে কোন হামলাকারীকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ।
আব্দুর রাজ্জাকের অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার মরিচা ইউনিয়নের মাজদিয়াড় কান্দিরপাড়া এলাকার রাস্তা (সড়ক) ৩নম্বর ইট দিয়ে হেরিংবন্ডের (এইচবিবি) কাজ করার সময় মোবাইলফোনে ছবি তুললে ঠিকাদারের লোকজন আব্দুর রাজ্জাককে প্রাণনাশসহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। এরই জেরধরে শুক্রবার দুপুর ১২টার দিকে মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় ছাতারীপাড়া এলাকার মিলন (৪০), শামীম (২৭), প্রদীপ (৪৫), বৈরাগীরচর এলাকার মিঠু (৪২), মাজদিয়াড় মুন্সিপাড়া এলাকার মাসুদ সংগবদ্ধ হয়ে মোটরসাইকেল যোগে আল্লারদর্গা মাষ্টারপাড়া গিয়ে আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে বেধড়ক মারপিট করে তার কাছে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
উল্লেখ্য, ওই সড়ক নির্মাণের কাজের দায়িত্ব পায় আরিফ নামে এক ঠিকাদার যার নির্মাণ বরাদ্দ ৫৩, লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। কাজটি বালিরদিয়াড় ছাতারীপাড়া এলাকার চান্দু প্রামানিকের মিলন মিলন ও ইউপি সদস্য প্রদীপ কিনে নিয়ে নি¤œমানের ইট দিয়ে দায়সারাভাবে সড়কের নির্মাণ করছিল।