Home শিক্ষা ও ক্যাম্পাস একুশের চিত্রাংকন প্রতিযোগিতায় সেরা ১১ জনকে পুরস্কৃত করলো সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি

একুশের চিত্রাংকন প্রতিযোগিতায় সেরা ১১ জনকে পুরস্কৃত করলো সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি

69

ডেস্ক রিপোর্টঃ সারাদেশের শিশু-কিশোরদের জন্য সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি আয়োজন করেছিল অমর একুশের চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২। কোভিড পরিস্থিতির কারণে বাসায় বসে ছবি এঁকে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে ঢাকায় পাঠায় শিশু-কিশোরেরা। প্রতিযোগিতাটি উন্মুক্ত ছিল ১ম থেকে ৮ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য। বাছাইকৃত সেরা ১১ জন শিক্ষার্থীকে পুরস্কার দিতে রোববার, ২৭ ফেব্রুয়ারি উত্তরায় সিমেক ইন্সটিটিউট ভবনে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সারাদেশের ১১ জন শিক্ষার্থী তাদের অভিভাবকদের নিয়ে উপস্থিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি’র প্রেসিডেন্ট ও আইইউবিএটি’র ডীন, কলেজ অব ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ডক্টর মনিরুল ইসলাম বলেন, শিশুদের সুকুমার বৃত্তির বিকাশে চিত্রাংকন বিশেষভাবে ভূমিকা রাখে। সিমেক ইন্সটিটিউট শিশুদের ইতিবাচক শিক্ষা ও চর্চার জন্য বছরব্যাপী ইতিহাস-ঐতিহ্য নির্ভর বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে বলেও ঘোষণা করেন তিনি। সিমেক ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের সমন্বয়ক ডক্টর সঞ্জীব রায় বলেন, এই আয়োজনে ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য সমন্বয় ঘটেছে। শিশু-কিশোরেরা চিত্রাংকন করেছে আবার ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেটি আপলোড করেছে। তাদের মেধা ও দক্ষতা দু’য়ের সম্মিলিত প্রয়াসে অত্যন্ত সৃষ্টিশীল শিল্পবোধের সন্ধান পেয়েছি আমরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আবু মুসা, গ্রাফিক্স ডিজাইন বিশেষজ্ঞ আমজাদ আকাশ, জামাল উদ্দিন আহমেদ, শায়লা জাফরীনসহ সিমেকের কর্মকর্তাবৃন্দ।