Home জাতীয় দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং

দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিলেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং

51

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি ও দৌলতপুর দোকান মালিক সমিতিকে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফ উদ্দিন রিমন, এ্যাড. নজরুল ইসলাম ও আশিশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুজ্জামান মজনুসহ সংশিøষ্টগণ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন অক্সিজেন সিলিন্ডারসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বুঝে নেন। এরপর দৌলতপুর দোকান মালিক সমিতির সভাপতি ও সম্পাদকের হাতে ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেওয়া হয়।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এর প্রতিনিধি ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ড. মো. মোফাজ্জেল হক বলেন, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, দৌলতপুর হাসপাতালে অক্সিজেন সংকট রয়েছে, এসব কথা ভেবেই মানুষকে বাঁচাতে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিঃ এ উদ্যোগ নিয়েছে। যেহেতু আমি দৌলতপুরের মানুষ, তাই এই দুঃসময়ে দৌলতপুরের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হিসেবে করোনা আক্রান্ত রোগীদের জরুরী চিকিৎসা সেবা প্রদানের জন্য ১০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।