Home জাতীয় দোকান কর্মচারীদের ১৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

দোকান কর্মচারীদের ১৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে সংবাদ সম্মেলন

18

স্টাফ রিপোটার: ঈদ এবং রোজাকে সামনে রেখে বাংলাদেশ দোকান মালিক সমিতি কর্তৃক রাত ১০ টা ও সাপ্তাহিক ছুটির দিনে
দোকান/মার্কেট খোলা রাখার দাবী জানিয়েছে। দোকান মালিক সমিতির এই দাবী দোকান কর্মচারীদের দাস বানানোর নামান্তর। দোকান মালিক সমিতির এই দাবীকে অযৌক্তিক এবং বে-আইনী জানিয়ে প্রতিবাদ ও সারাদেশের দোকান কর্মচারীদের জন্য মজুরী বোর্ড গঠনসহ ১৫ দফা দাবীতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় দোকান কর্মচারী
ফেডারেশন। আজ ১৬ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১১ টায় রাজধানীর সেগুনবাগাচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এ দাবী সমূহ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আমিরুল হক আমিন।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবুল।
উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, ঢাকা মহানগরের সভাপতি হযরত আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেন প্রমুখ।
জাতীয় দোকান দোকান কর্মচারী ফেডারেশনের ১৫ দফা দাবীর প্রতি সংহতি জ্ঞাপন করেন চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি চন্দন কুমুর দে, দিনাজপুর জেলা দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি বিমল আগরওয়াল।