Home জাতীয় দৈনিক জনতা প্রকাশক সৈয়দ আন্ওয়ার আর নেই

দৈনিক জনতা প্রকাশক সৈয়দ আন্ওয়ার আর নেই

25

স্টাফ রিপোর্টার : বিশিষ্ট্য রাজনীতিবিদ, খ্যাতিমান কলামিষ্ট ও দৈনিক জনতা পত্রিকার প্রকাশক ছৈয়দ আন্ওয়ার (৯৪) আর নেই।

আজ রোববার দুপুর ২ টায় রাজধানীর ইউনাইটেড হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ছৈয়দ আনওয়ার হোসাইনের মৃত্যুতে শোক জানিয়েছেন বিভিন্ন রাজনীতিক ও সামাজিক সংগঠন।
আমির হোসেন আমুর শোক।:
দৈনিক জনতা পত্রিকার প্রকাশক, ঝালকাঠির কৃষ্ণকাঠি টাইগার স্কুলের প্রতিষ্ঠাতা,, রাজনীতিবিদ, সমাজসেবক ও বিশিষ্ট শিল্পপতি ছৈয়দ এম আনওয়ার হোসাইন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।
এক শোকবার্তায় আামির হোসেন আমু মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় আমির হোসেন আমু বলেন ছৈয়দ আনওয়ার হোসাইন একজন দানশীল ও পরোপকারী ব্যাক্তি ছিলেন। কর্মের মাধ্যমেই তিনি এলাকার মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

সৈয়দ আন্ওয়ার ঝালকাঠি জেলা সমিতির সাবেক সভাপতি এবং এসমা লিমিটেডের ব‍্যবস্থপনা পরিচালক ছিলেন।
১৯৮৯ সালে তাঁর নেতৃত্ব ঝালকাঠি জেলা সমিতি প্রতিষ্ঠিত হয়।
এ ছাড়া ও সমাজের অবহেলিত ছিন্নমূল শিশুদের জন্য কাজ করেছেন তিনি। প্রতিনিয়ত সমাজের গরীব দুঃখী মানুষের পাশে নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি। নিজ জেলা ঝালকাঠিতে শিক্ষা বিস্তার ব্যাপক ভুমিকা রেখেছেন তিন।