Home জাতীয় দেশব্যাপি দূর্গাপূজায় সহিংস ঘটনার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

দেশব্যাপি দূর্গাপূজায় সহিংস ঘটনার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

37

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সারা দেশে দূর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতা,হত্যা,ধর্ষণ, মন্দির ও বাড়ীঘরে অগ্নিসংযোগ,ভাংচুর,লুটপাটের প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ,জামালপুর জেলা শাখা মানববন্ধন ও সমাবেশ করে।
প্রদীপ কুমার সোম এর সভাপতিত্বে বিকেলে দয়াময়ী মোড়ে জামালপুর পূজা উদযাপন পরিষদ, জামালপুর জেলা শাখার মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টন ঐক্য পরিষদের সভাপতি(ভারপ্রাপ্ত) লক্ষীকান্ত বণিক,সাধারন সম্পাদক রমেণ বণিক,সহ সাংস্কৃতিক সম্পাদক সৌমিক কন্তি ধর,যুব ঐক্য পরিষদের সদস্য সচিব অনিক দেবনাথ শুভ,মধু নাগ,বিপুল কঞ্জিলাল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন,সারা বাংলাদেশে আনন্দঘন উৎসবের মধ্যদিয়ে দূর্গাপূজা উদযাপিত হচ্ছিল। একটি মহল পরিকল্পিত ভাবে গুজব ছড়িয়ে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখনে সবসময় একটি মহল বিশৃংখলা সৃষ্টি করে সম্প্রতি নষ্ট করার চেষ্টা করেছে। দূর্গাপুজায় কুমিল্লা এবং সারাদেশে পূজা মন্ডব,হিন্দু বাড়ী ঘর ভাংচুর,লুটপাট এগুলিকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যাবে না। পুরোটাই পরিকল্পিত ঘটনা ছিল বলে দাবি করা হয় সমাবেশে।