Home সারাদেশ দেওয়ানগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

দেওয়ানগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে খাস জমি দখলের অভিযোগ

27

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল ইসলামের বিরুদ্ধে কাউনিয়ারচর বাজারের খাস জমি দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ তুলেছে এলাকাবাসী।

স্থানীয়ভাবে জানা যায়, ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউনিয়ারচর বাজারে ৪৪ শতাংশ খাস জমি রয়েছে। সেখানে চকবাজার নামে একটি মার্কেট ছিলো। বর্তমানে মার্কেটটি ভেঙ্গে নির্মান করা হয়েছে ইজারাদার অফিস। পাশে একই মিস্ত্রী দিয়ে ছাদ ঢালাই করে আরো দুটি বিল্ডিংয়ের নির্মান কাজ চলছিলো। অন্যান্য ব্যাবসায়ীরা অবৈধ ভাবে ভবন নির্মানের বিষয়টি বুঝতে পেরে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মিস্ত্রীদের বাঁধা দেয়। এসময় মিস্ত্রীরা বলেন চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল ইসলাম আমাদের ঘর তুলতে বলেছে। তাই আমরা কাজ করছি । এসময় স্থানীয়দের বাধার মুখে পরে ভবন নির্মানের কাজ বন্ধ করে মিস্ত্রীরা চলে যায়।

স্থানীয় বাসিন্দা এডভোকেট কামরুল হাসান মনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গফুর আর্মি, আব্দুল বারি, বাবুল সহ অনেকেই বলেন , অবৈধ ভাবে বাজারের খাস জমি দখল করে ভবন নির্মানের চেষ্টা করে চেয়ারম্যান আজিজুর রহমান ও তার ভাই নজরুল। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী প্রশাসনের সু-দৃষ্টি কামনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার(ভূমি) ও ডিসি মহোদয়সহ অন্যান্য দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। আপাতত নির্মান কাজ বন্ধ আছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা জামালপুর টাইমসকে বলেন, ভবন নির্মানের বিষয়টি সরেজমিন তদন্ত করেছি এবং ভবনটি অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডাংধরা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমানকে ফোন করা হলে জামালপুর টাইমসকে বলেন,দখলের ব্যাপারে আমি কিছুই জানি না তবে আমি শুনেছি আমার ভাই খাস জমিটি নেওয়ার জন্য ভূমি অফিসে আবেদন করেছে।