Home আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর খুন হয়েছেন ৬২ সাংবাদিক

দায়িত্ব পালন করতে গিয়ে গত বছর খুন হয়েছেন ৬২ সাংবাদিক

33

ডেস্ক রিপোর্ট: ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে ১২ শতাধিক সাংবাদিক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতি ১০টির মধ্যে প্রায় ৯টিরই বিচার অমীমাংসিত।

ইউনেস্কোর পরিচালক অড্রে আজোলেও সাংবাদিক হত্যার দায় মুক্তি দিবস উপলক্ষে বলেন, অনেক সাংবাদিককেই সত্য বলার মূল্য দিতে হয়। শুধু মাত্র সত্য কথা বলার অনুমতি দিয়ে আমরা সমাজে শান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন করতে পারি।

সাম্প্রতিক বছরগুলিতে, ইউনেস্কো বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীসহ প্রায় ২৩ হাজার বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক আইনগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।

সিপিজি সাংবাদিকদের জন্য বিপজ্জনক ১২ দেশের নাম উল্লেখ করেছে। সেখানে শীর্ষে সোমালিয়া। পাকিস্তান নবম স্থানে। বাংলাদেশ ১১তম স্থানে আর ভারত রয়েছে ১২তম স্থানে। এছাড়া অন্যান্য দেশগুলো হচ্ছে, সিরিয়া, ইরাক, দক্ষিণ সুদান, আফগানিস্তান, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল ও রাশিয়া।-আমাদের সময়.কম