Home সাহিত্য ও বিনোদন থিয়েটারের সুবর্ণজয়ন্তী নাট্যোৎসব

থিয়েটারের সুবর্ণজয়ন্তী নাট্যোৎসব

23

ডেস্ক রিপোর্ট: থিয়েটারের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয়-পর্ব নাট্যোৎসব, ৪-১১ ফেব্রুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার তিনটি মঞ্চে একযোগে অনুষ্ঠিত হবে। আগামী ০৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১১ টায় জাতীয় নাট্যশালার মূল মঞ্চে নাট্যোৎসবের শুভ উদ্বোধন করবেন: ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও চেয়ারম্যান, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা
আতাউর রহমান। বিশেষ অতিথি প্রাবন্ধিক গবেষক গোলাম কুদ্দুছ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন নাট্যজন চন্দন রেজা।
স্বাগত বক্তব্য প্রদান করবেন সুবর্ণজয়ন্তী উৎসব থিয়েটারের আহবায়ক নাট্যজন প্রদীপ বণিক।

ধন্যবাদ জ্ঞাপন করবেন থিয়েটারের সাধারণ সম্পাদক, অশোক রায় নন্দী।

অনুষ্ঠানের সভাপতি ড. নিলুফার বানু।

অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবে গীতাঞ্জলি একাডেমি অব ফাইন আর্টস্-র শিল্পীবৃন্দ।

৪-১১ ফেব্রুয়ারি প্রতিদিন সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার একযোগে তিনটি মঞ্চে ঢাকা ও ঢাকার বাইরের মোট ২২টি নাট্যদলের ২২টি নাটক প্রদর্শিত হবে।