Home রাজনীতি তারেক রহমানের নয় , জোবায়দার তিন বছরের কারাদন্ড

তারেক রহমানের নয় , জোবায়দার তিন বছরের কারাদন্ড

42

স্টাফ রিপোটার: সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত অঅয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের কারাদন্ড দিয়েছে আদালত। রায়ে তারেক রহমানকে ৯ বছর ও জোবায়দাকে ৩ বছরের কারাদন্ড দেওয়া হয়। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. অঅছাদুজ্জ্মান এ রায় ঘোষণা করেন।
দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানের তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছর কারাদন্ডাদেশ দেওয়া হয়।দুই ধারার সাজা এক সাথে চলবে বলেও আদালত জানায়।
দুদক আইনের ২৭(১) ধারায় জোবয়দা রহমানকে তিন বছরের কারাদন্ড দেয় আদালত।
গত ২৭ জুলাই আদালতে রাষ্ঠ্রপক্ষের যুক্তি উত্থাপন শেষে তারেক-জোবায়দার মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
মামলার বিবরনে জানাযায়, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক জোবায়দার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপরিচালক জহিরুল হুদা। তাদের বিরুদ্ধে ঘোষিত আয়ের বাইরে চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকা মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।