Home শিক্ষা ও ক্যাম্পাস তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

তাপ প্রবাহ থেকে মুক্তি পেতে ইবি ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

11

নূর ই আলম, ইবি প্রতিনিধি :দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে শাখা ছাত্রলীগ। একইসঙ্গে ব্যক্তি উদ্যোগে সর্বোচ্চ সংখ্যক বৃক্ষ রোপণকারীকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে বলেও জানিয়েছেন ইবি ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।

সোমবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক ঘোষিত চলমান তীব্র গরম থেকে মুক্তি এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবেই ইবি ছাত্রলীগ এ কর্মসূচি গ্রহণ করেছে বলে জানান ছাত্রলীগের ইবি শাখার সভাপতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ দিবস- ২০২৪ কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ এক কোটি বৃক্ষরোপণ করে গিনেজ বুকস অফ ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্তির কর্মসূচি পরিকল্পনা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২ হাজারের অধিক বৃক্ষরোপণ করার লক্ষ্য নির্ধারণ করেছে। তাছাড়া, বাংলাদেশ ছাত্রলীগ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত সকল হল ও অনুষদ শাখার নেতৃবৃন্দকে স্ব স্ব উদ্যোগে বাড়ির আঙিনা ও নির্ধারিত স্থানে বৃক্ষরোপণের জন্য আহবান করা হলো।

ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে এবং আমাদের ক্যাম্পাসের পরিবেশকে সুন্দর রাখতে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ৫ হাজার বৃক্ষ রোপণ করবে। আমাদের লক্ষ্য শুধু গাছের চারা রোপণ করা নয়। বরং এগুলোকে কিভাবে সঠিক পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রাখা যায় সেটা নিশ্চিত করাও আমাদের এই কর্মসূচির অংশ।

তিনি আরও বলেন, আমরা প্রধানত এমন ধরনের গাছ লাগাবো যেগুলো খরা সহিষ্ণু এবং এই তীব্র তাপদাহের মাঝেও সহজে মারা যাবে না। আমরা ইবি শাখা ছাত্রলীগের অফিশিয়াল ফেসবুক পেইজের মাধ্যমে বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা চালাবো এবং শিক্ষার্থীরাসহ সাধারণ মানুষও যেন ব্যক্তি উদ্যোগে বৃক্ষরোপণ করে সে বিষয়েও তাদেরকে উদ্বুদ্ধ করবো।

ইবি ছাত্রলীগ সভাপতি বলেন, ব্যক্তি উদ্যোগে যে শিক্ষার্থী সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করবে তাকে আমরা বিশেষভাবে পুরস্কৃত করবো। এর মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীদেরও বৃক্ষরোপণের প্রতি আগ্রহ জন্মাবে এবং বৃক্ষের প্রতি ভালোবাসা বাড়বে। সর্বোপরি আমাদের লক্ষ্য বঙ্গবন্ধুর স্বপ্নের সবুজ-শ্যামল সোনার বাংলা গড়া।