Home জাতীয় তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

26

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিনত হয়েছে। এটি আরও ঘনিভূত হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, অস্থায়ী আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুল্ক থাকতে পারে।তবে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি?বজ্রসহ বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী, নেত্রকোনা, চূয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ এবং দেশের অন্যাত্র মৃদু থেকে মাঝারী ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক পশ্চিম/দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৩১ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১৯ মিনিট।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (৩ দিন) বিরাজমান তাপপ্রবাহ শেষের দিকে হ্রাস পেতে পারে।