Home সারাদেশ তানোরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় মতবিনিময় সভা

তানোরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষায় মতবিনিময় সভা

28

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর:রাজশাহীর তানোরে বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ আগস্ট) বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্বরের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর প্রোগ্রাম কার্যালয়ের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় তানোরের ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন তানোর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না, তানোর থানার ওসি আব্দুর রহিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম ফজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কার্যনির্বাহী সদস্য আবুল বাশার সুজন প্রমুখ।
এ সময়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম উন্নয়ন কমিটি ও শিশু ফোরাম প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।