Home জাতীয় সন্ত্রাসীর পক্ষে সাফাই : বাউফলে আ’লীগ নেতা নাসির মৃধার সন্ত্রাস!

সন্ত্রাসীর পক্ষে সাফাই : বাউফলে আ’লীগ নেতা নাসির মৃধার সন্ত্রাস!

145

বরিশাল অফিস : পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে আওয়ামী লীগ নেতার হামলায় স্থানীয় এক যুবক আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহত যুবক স্থানীয় স্টাম্প ভেণ্ডার মশিউর রহমান সেন্টুকে (৪৮) স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাঁর চিকিৎসা করানো হয়। শনিবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট আবুল হোসেন দফাদারের মৃধা মার্কেটের টিনের আড়ৎ এর সামনে এহেন ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় আহত শফিউর রহমান সেন্টু বাউফল থানায় সাধারন ডায়েরি করেন। যার সাধারন ডায়েরি নং ৪১৯/২২।
স্থানীয় ও থানার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ আফছার উদ্দিন মৃধার ওপর ২ জানুয়ারি বিকেলে নওমালা ইউনিয়নের নগরের হাটে স্থানীয় সন্ত্রাসী মামুন হাওলাদার ওরফে চোরা মামুন অতর্কিতভাবে হামলা চালায়। এ বিষয়ে প্রভাষক মোঃ আফছার উদ্দিন মৃধা পরের দিন ৩ জানুয়ারি বাউফল থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার ডায়েরি নং-১০৭/২২। এই মামুন হাওলাদারের বিরুদ্ধে এলাকার শান্তিপ্রিয় নারী-পুরুষের রয়েছে অন্তহীন অভিযোগ। তার বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। সন্ত্রাসী মামুন হাওলাদার কর্তৃক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী প্রভাষক মোঃ আফছার উদ্দিন মৃধার ওপর হামলার ঘটনায় বাউফল থানায় দায়ের করা অভিযোগের বিষয়ে এস আই শেখ জাহিদ আলম শনিবার (৮ জানুয়ারি) সকালে ঘটনাস্থলে তদন্তে যান। তখন হামলাকারি মামুন হাওলাদার ওরফে চোরা মামুনের পক্ষাবলম্বন করেন নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি (আ’লীগের একাংশ ফিরোজ গ্রুপ) মোঃ নাসির উদ্দিন মৃধা। মাদক কারবারী মামুন কর্তৃক স্বতন্ত্র প্রার্থী আফছার উদ্দিন মৃধার ওপর হামলার বিষয়টি নিয়ে আ’লীগ নেতা নাসির উদ্দিন মৃধা স্থানীয় দফাদার আবুল হোসেনের মৃধা মার্কেটে টিনের দোকানে বসেন। ওই বৈঠকে হামলাকারি সন্ত্রাসী মামুন হাওলাদারের পক্ষ নিয়ে নওমালা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন কথা বললে ভেণ্ডার মশিউর রহমান সেন্টু প্রতিবাদ করেন। এতে তেলেবেগুনে জ্বলে উঠেন আ’লীগ নেতা নাসির উদ্দিন মৃধা। অত:পর ক্ষিপ্ত হয়ে তাকে (সেন্টু) কিল ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় বাদল মৃধা আহত অবস্থায় শফিউর রহমান সেন্টুকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় আহত শফিউর রহমান সেন্টু বাদী হয়ে বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।
এদিকে, আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন মৃধার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী, মাদক কারবারীদের লালন পালনের অভিযোগ রয়েছে। তার পালিত সন্ত্রাসীরা এলাকায় মাঠ দাপিয়ে বেড়াচ্ছে। এলাকার সাধারন মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করে অর্থনৈতিকসহ নানান ফাঁয়দা হাসিল করে চলছেন নাসির মৃধা। এলাকার মানুষ নাসির মৃধার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠছে। সাধারন মানুষ এই নাসির মৃধার ভয়ে মুখ খুলতেও পারছে না। শান্তিপ্রিয় নারী-পুরুষের ভাষ্য, আ’লীগ নেতা দাবিদার নাসির উদ্দিন মৃধা সহ তার সাঙ্গপাঙ্গদের লাগাম টেনে ধরে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয় একাধিক সূত্রের ভাষ্য, স্বতন্ত্র প্রাথী আফছার উদ্দীন মৃধার ওপর চোরা মামুন কর্তৃক হামলার ঘটনার নেপথ্যে কলকাঠি নেড়েছেন কয়েকজন।
এ প্রসঙ্গে অভিযুক্ত আ’লীগ নেতা নাসির উদ্দিন মৃধা বলেন, সেন্টু আমার সম্পর্কে ভাইগ্না, ওকে দুটি থাপ্পড় মারা হয়েছে। বিষয়টি আমরা স্থানীয়ভাবে মিমাংসা হবো।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই শেখ জাহিদ বলেন, অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়েছিলাম। ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, অভিযোগটি সাধারন ডায়েরি হিসেবে নেয়া হয়েছে। তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।