Home সারাদেশ তানোরে পরিবার উন্নয়ন কর্মসূচী ও প্রশিক্ষণের সমাপনী

তানোরে পরিবার উন্নয়ন কর্মসূচী ও প্রশিক্ষণের সমাপনী

35

সৈয়দ মাহমুদ শাওন (রাজশাহী) তানোর :রাজশাহীর তানোরে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন ও মার্শাল আর্ট প্রশিক্ষণের সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার মুন্ডুমালা ক্যাথলিক চার্চে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এরিয়া গ্রোগ্রামের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি ম্যানেজার মি: বিমল জেমস্ কস্তার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিল্লাল হোসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: সুমন মিয়া, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ও তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু প্রমুখ।
এ সময়ে উপজেলার গ্রাম উন্নয়ন কমিটির নির্বাচিত উপকারভোগীবৃন্দ ও ১২৫ জন মার্শাল আর্ট প্রশিক্ষণপ্রাপ্ত বালিকাবৃন্দ ছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তানোর এপি’র অন্যান্য কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।