Home শিক্ষা ও ক্যাম্পাস ঢাবিতে সোশ্যাল মিডিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ঢাবিতে সোশ্যাল মিডিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

33

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) মিলনায়তনে ১৮ আগস্ট শুক্রবার সন্ধ্যায় ‘দি পাওয়ার অব সোশ্যাল মিডিয়া: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি কনটেক্সট’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইবিএ-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ এ. মোমেন এবং মেজর জেনারেল ইবনে ফজল শায়েখুজ্জামান। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক রেজা উল করিম।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে সারা পৃথিবী জুড়ে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অ্যাপের অপব্যবহার বেড়ে চলেছে এবং এগুলোর মাধ্যমে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুরক্ষিত রাখতে এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সমাজে সকলের নৈতিক ও মানবিক মূল্যবোধ চর্চার উপর উপাচার্য গুরুত্বারোপ করেন।