Home শিক্ষা ও ক্যাম্পাস ঢাবিতে দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার’ কর্মশালা

ঢাবিতে দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার’ কর্মশালা

35

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ ১৬ সেপ্টেম্বর শনিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত দু’দিনব্যাপী ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ শীর্ষক কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় এপিএ কমিটির আহবায়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এপিএ ফোকাল পয়েন্ট রাজিব মাহমুদ সামিম পারভেজ স্বাগত বক্তব্য দেন।