Home শিক্ষা ও ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পীকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিলেন স্পীকার

32

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এর আর্টিক্যাল ২০(১) (ই) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে পাঁচ জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন। গত ২৪ জুলাই বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ হতে এই আদেশ জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন পাওয়া পাঁচ জন সংসদ সদস্য হলেন- র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, নুরুল ইসলাম নাহিদ এমপি, বেগম মেহের আফরোজ এমপি, মোঃ আবদুস সোবহান মিয়া এমপি এবং মনজুর হোসেন এমপি।

সহকারী পরিচালক (গণসংযোগ) মোঃ নুরুল আবছার আজ গণমাধ্যমকে এতথ্য জানিয়েছেন।