Home রাজনীতি ড. কামাল হোসেনকে প্রধান করে জাতীয় সরকার গঠনের দাবি জানালেন ডা. জাফরুল্লাহ

ড. কামাল হোসেনকে প্রধান করে জাতীয় সরকার গঠনের দাবি জানালেন ডা. জাফরুল্লাহ

48

ডেস্ক রিপোর্ট: রোববার (২৯ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী এ কথা বলেন।
তিনি বলেন, ‘দেশে একটা জাতীয় সরকার করেন। ড. কামাল হোসেনকে তার প্রধান করেন। আপনার দল থেকে রেহেনাকে দেন, মতিয়াকে দেন, তোফায়েলকে দেন, এভাবে সব দল মিলিয়ে দু’বছরের জন্য জাতীয় সরকার করেন’।
ডা. জাফরুল্লাহ বলেন, আজকে যদি এটা না হয়, দেশে সুষ্ঠু রাজনীতি না, গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয় এ দেশের কোনো পরিবর্তন হবে না। আমার মনে হয় আপনার দায়িত্ব হবে বিশ্ব রাজনীতিতে যাওয়া।
বর্তমান সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করে মাঠে নামার আহবান জানিয়েছে গণফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতাসীন হওয়ার পর বাংলাদেশে আর কোনো নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়নি। একাদশ নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এক কথায় বলতে গেলে এ সরকার জনগণের সরকার নয়। তাই বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিকে সামগ্রিকভাবে পুনর্গঠনের লক্ষ্যে করণীয়সমূহ স্থির করতে হবে এবং বাস্তবায়নের অন্যতম কৌশল হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বিদায় দিতে হবে। দেশকে বাঁচাতে হবে। জ্বালাও-পোড়াও আন্দোলন নয় দেশ গড়ার আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ঐক্যের ওপর ভর করে গণফোরামের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ শক্তিকে নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। সম্পাদনা: মিনহাজুল আবেদীন।-আমাদের সময়.কম