Home রাজনীতি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি করেছে বাম জোট

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি করেছে বাম জোট

26

স্টাফ রিপোটার: বিচার বহির্ভূত হত্যা, আইন শৃংখলা রক্ষা বাহীনির হেফাজতে মৃত্যু, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার বন্ধ, র‌্যাবের হেফাজতে নওগাঁয় সুলতানা জেসমিন এর মৃত্যুর রহস্য উদ্ঘাটনে বিচার বিভাগীয় তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, সাংবাদিক শামস এর নিঃশর্ত মুক্তি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের উদ্যোগে আজ ৩০ মার্চ বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে জোটের নেতৃবৃন্দ একথা বলেন।
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমÐলীর সদস্য কমরেড নজরুল ইসলাম, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে তোপখানা রোড হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়।