Home সারাদেশ জামালপুরে বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

41

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের দেওয়ানপাড়াস্থ ভাষাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাসদ জামালপুর জেলার সমন্বয়ক আলমগীর হোসেন তালুকদার শাহজাহান এর সভাপতিত্বে বিশ্বজিৎ দেব রাজন এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাইফুল ইসলাম পল্টু,বিশেষ অতিথি ময়মনসিংহ জোনাল সমন্বয়ক ইমাম হোসেন খোকন,জাতীয় শ্রমিকজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সানোয়ার হোসেন সামছি, বাসদ জেলা কমিটির সদস্য ডা. মাসুদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রচার ও প্রকাশনা সম্পাদক সজিব দাস,জামালপুর জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা তৌহিদুর রহমান রামীম।

আলোচনা সভায় বক্তরা রুশ বিল্পবের ১০৬ তম বার্ষিকী ও বাসদ এর ৪৩ তম প্রতিষ্ঠার আলোচনা এবং দেশের বর্তমান রাজনৈতিক সংকটে বাসদের মতো সমাজতান্ত্রিক দলের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এছাড়া বক্তারা দেশের বিদ্যামান ফ্যাসিবাদী শাসন প্রতিহত করার আহ্বান জানান। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাশীন আওয়ামী লীগ গায়ের জোরে সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার নিন্দা জানান।

বক্তব্যে নেতারা আরও বলেন,জনগনকে এই একতরফা নির্বাচন বাতিল এবং প্রতিহত করতে হবে। দেশের সকল শ্রেণি পেশার মানুষদেরকে শোষণ নিপিড়নের মুক্তির জন্য লড়াই সংগ্রাম আরও জোরদার করার কথা বলেন।