Home রাজনীতি নারী প্রগতির পক্ষে ডা. জাফরুল্লাহই ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে: রনো

নারী প্রগতির পক্ষে ডা. জাফরুল্লাহই ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে: রনো

33

ডেস্ক রিপোর্ট: বীর মুক্তিযোদ্ধা ও মহান সমাজসেবী ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো নিন্মোক্ত বিবৃতি প্রদান করেন।
বীর মুক্তিযোদ্ধা ও মহান সমাজসেবী ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে আমি শোকহত। তার মহান কাজগুলো স্মরণ করে আমি তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ’৬২’র আইয়ুব বিরোধী আন্দোলনে তদানীন্তন ছাত্রনেতা জাফরুল্লাহ চৌধুরী সক্রিয় ভূমিকা পালন করে ছিলেন। তারপরে তিনি ইংল্যান্ডে সাফল্যের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভ করেন। চিকিৎসক হিসেবে ও তার সুখ্যাতি ছিল। ১৯৭১ সালে তিনি ইংল্যান্ড থেকে ভারতে চলে আসেন এবং সরাসরি মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফিল্ডহাসপাতাল নির্মাণ তার একটি মহান কাজ ছিল। স্বাধীনতা পরবর্তীকালে তিনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ছিলেন এবং তিনি স্বল্প ব্যয়ে জনগণের জন্য চিকিৎসার উদ্যোগ গ্রহণ করেন। অনেক প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনিই প্রথম মেয়েদের সাইকেলে চড়িয়ে জনগণের দোর গোড়ায়, গ্রামে পাঠিয়েছিলেন স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য। ইতিহাসে তিনিই প্রথম প্রান্তিক গরীব কৃষক পরিবারের মেয়েদেরকে গাড়ির ড্রাইভার হিসেবে এবং নিরাপত্তা রক্ষী হিসেবে নিয়োগ দেন। নিরাপত্তরক্ষী হিসেবে তিনি তৃতীয় লিঙ্গের মানুষদেরও নিয়োগ দেন। মৌলবাদের বিরুদ্ধে তিনি সব সময়ই সচেতন ছিলেন। তাছাড়া নারী প্রগতির পক্ষে তার ভূমিকা ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। আশির দশকে তিনি ওষুধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার লক্ষ্যে সরকারকে বাধ্য করেন ঔষধ নীতি প্রণয়ন করতে। এতে বহু বিদেশি কোম্পানির অপ্রয়োজনীয় দামি ওষুধ নিষিদ্ধ ঘোষিত হয়। জনগণেরজন্য স্বল্প খরচে সুচিকিৎসা এবং নারী প্রগতিসহ সামাজিক প্রগতির পক্ষে তার অবদান অসামান্য। আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিবেদন করছি।