Home খেলা টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম ঢাকায়

টি-টোয়েন্টি ফরম্যাটের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীরাম ঢাকায়

44

ডেস্ক রিপোর্ট: টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের শ্রীধারন শ্রীরাম। টাইগারদের দায়িত্ব গ্রহণ করতে আজই বাংলাদেশে এসেছেন তিনি।
ঢাকায় পা রেখেই সরাসরি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন শ্রীরাম। যেখানে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দু’টি দলে বিভক্ত হয়ে ম্যাচ খেলায় ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা।
মাঠেই খেলোয়াড়দের সাথে পরিচয় হতে দেখা গেছে শ্রীরামকে। ঐ মুহুর্তে তার সাথে ছিলেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। তবে কোথাও দেখা যায়নি প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে।
টিম ম্যানেজমেন্টের এক সদস্য জানিয়েছেন, হোটেলে বিশ্রামে ছিলেন ডোমিঙ্গো। তবে এমন চিত্র ডোমিঙ্গোর অন্ধকার ভবিষ্যতের আভাস দিচ্ছে। কারণ গুঞ্জন উঠেছে, ডোমিঙ্গোকে আর দলের প্রধান কোচ হিসাবে রাখতে আগ্রহী নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
যদি এখনও নিজের জায়গা ধরে রেখেছেন ডোমিঙ্গো। তবে শ্রীরাম যদি টি-টোয়েন্টি দলের দায়িত্ব পান, তবে দলে ডোমিঙ্গোর ভূমিকা কি হবে তা এখনও স্পষ্ট নয়। যদিও টেকনিক্যাল কনসালটেন্ট পদে আছেন শ্রীরাম, তারপরও বিসিবি স্পষ্ট করেছে যে, আগামী বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের দেখভাল করবেন তিনি।