Home রাজনীতি টিপ পরায় শিক্ষিকাকে নির্যাতনকারী পুলিশের বিচার দাবি করেছে জাসদ

টিপ পরায় শিক্ষিকাকে নির্যাতনকারী পুলিশের বিচার দাবি করেছে জাসদ

43

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি আজ রবিবার এক বিবৃতিতে গতকাল ফার্মগেইটে এলাকায় তেজগাঁও সরকারি কলেজের শিক্ষিকা ড. লতা সমাদ্দারকে টিপ পরায় তাকে পুলিশ বাহিনীর এক সদস্য কর্তৃক কর্তৃক অশ্লীল গালিগালাজ ও তার পায়ের উপর বাইক চালিয়ে দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন; দায়ি পুলিশ সদস্যের গ্রেফতার, বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং অবিলম্বে পুলিশ বাহিনী থেকে বহিস্কারের দাবিও জানিয়েছেন।
জাসদ নেতৃবৃন্দ বলেন, ইদানিংকালে প্রশাসন ও পুলিশের কিছু সদস্য কর্তৃক তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করা বাদ দিয়ে নাগরিকদের বিশেষ করে নারীদের পোশাক, চলাফেরাসহ অভিরুচি, ব্যক্তিস্বাধীনতাও সাংবিধানিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপের ঘটনা ঘটছে। তারা বলেন, প্রশাসন-পুলিশসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ে অবস্থানকারী দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার লংঘনকারী তেঁতুলতত্ত্বের অনুসারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি আহবান জানান। তারা তেঁতুলতত্ত্ব তথা ধর্মান্ধতার বিরুদ্ধে গণতান্ত্রিক রাজনৈতিক ও সামাজিক শক্তির প্রতিরোধ অব্যাহত রাখার আহবান জানান।