Home রাজনীতি জ্বালানী তেল ও গ্যাসের দাম না বাড়িয়ে জনগনকে একটু রেহাই দিন–জাসদ

জ্বালানী তেল ও গ্যাসের দাম না বাড়িয়ে জনগনকে একটু রেহাই দিন–জাসদ

69

বরিশাল অফিস: জাসদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল জেলা ও মহানগরে উদ্যোগে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ বরিশাল জেলা জাসদের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এড. মোঃ আবদুল হাই মাহাবুব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোহসীন। বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য বীরমুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সাহা, জাসদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, ভোলা জাসদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোহম্মদ সামসুল ইসলাম সুমন, পটুয়াখালী জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক কে এম আনোয়ারুজ্জামান চুন্নু, পিরোজপুর জেলা জাসদের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিম৷ ঝালকাঠি জেলার সাধারণ সম্পাদক আল কাইয়ুম বাবু, জাসদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মোসলেম সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত হোসেন ছানা, সাংগঠনিক সম্পাদক আবুল মান্নান , বরিশাল মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মুন্না, আসিফুর রহমান বাবু, সিদ্ধার্থ মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা, জ্বালানী তেল-গ্যাসের মুল্য বৃদ্ধির ফলে উদ্ভুত পরিস্থিতিতে জনজীবনের দুর্ভোগের দায় সরকার এড়াতে পারে না। তারা বলেন, জ্বালানি তেল ও গ্যাসের মুল্য বৃদ্ধির কারনে পণ্য উৎপাদন-পরিবহনে ব্যয় বাড়বে, যা দেশের নিরীহ জনগনকেই বহন করতে হবে। বক্তৃতারা, করোনা উত্তর পরিস্থিতিতে জ্বালানী তেল ও গ্যাসের দাম না বাড়িয়ে জনগনকে একটু রেহাই দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। জাসদের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা আরো বলেন,
সাম্প্রদায়িকতা-জঙ্গী-তালেবানী রাজনৈতিক অপশক্তি-দুর্নীতি-লুটপাট-গুন্ডাতন্ত্রের বিরুদ্ধে জাসদের সংগ্রাম অব্যহত রয়েছে । শোষণ মুক্তির সংগ্রাম, সমাজ রূপান্তরের সংগ্রামের পাশাপাশি স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, সামরিকতন্ত্রের বিরুদ্ধে হার না মানা সংগ্রাম করতে গিয়ে জাসদের হাজারো কর্মী-সাথী জীবন উৎসর্গ করেছেন, জেল-জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং জীবনের শ্রেষ্ঠ সময় ব্যয় করেছেন। নেতৃবৃন্দ, বরিশালে জাসদের সদরুল-নজরুল-সমরেশ, জাফরসহ অসংখ্য হারানো সাথীদের স্মরণ করেন। তারা আরো বলেন, সুশাসন, আইনের শাসন, নির্বাচনে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন, কার্যকর স্থানীয় সরকার গঠনের সংগ্রাম জাসদ অব্যহত রাখাবে। নেতৃবৃন্দ, মুক্ত বাজার অর্থনীতির ভ্রান্তধারনার হতে বেরিয়ে এসে সমাজতন্ত্রের পথ ধরার আহবান জানান।