Home রাজনীতি জাসদ নেতা, সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের স্মরণ সভা...

জাসদ নেতা, সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের স্মরণ সভা অনুষ্ঠিত

49

স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৭ মে রবিবার বিকাল ৪ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ স্মরণ সভায় বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, কার্যকরী সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. রবিউল আলম, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, জাতীয় নারী জোট নেত্রী নিরঞ্জনা রিফাত সুরভী, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাসুদ আহাম্মেদ প্রমূখ। সভা পরিচালনা করেন জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি জাসদের প্রয়াত সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস বার এসোসিয়েশনের সভাপতি জননেতা বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শাহ জিকরুল আহমেদ মুক্তিযুদ্ধের চেতনা, সাংবিধানিক শাসন এবং রাষ্ট্রীয় চার মূলনীতির বিষয়ে কখনই আপস করেন নাই। জনাব ইনু বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান ও সাংবিধানিক শাসনের ধারাবাহিকতা বজায় রাখার কোনো বিকল্প নাই। দেশে যারা নির্বাচন নিয়ে হৈ চৈ করছেন তাদের উচিৎ সংবিধান সমুন্নত রাখা, যুদ্ধাপরাধী, ধর্মনির্ভর রাজনৈতিক শক্তি, সাম্প্রদায়িক জঙ্গীবাদী মৌলবাদী শক্তিকে নির্বাচন ও গণতন্ত্রের বাইরে রাখার বিষয়ে পরিস্কার কথা বলা।