Home রাজনীতি জাসদ নেতা, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের শোক সভা

জাসদ নেতা, বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের শোক সভা

37

ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ৩ জুন শুক্রবার সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার কক্ষে সদ্যপ্রয়াত জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি, ঢাকা ট্যাক্সেস বারের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা এড. শাহ জিকরুল আহমেদের শোক সভা অনুষ্ঠিত হয়।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত এ শোক সভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের এটর্নি জেনারেল এড. এ এম আমিন উদ্দিন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, কার্যকরী সভপতি এড. রবিউল আলম, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. আব্দুন নুর দুলাল, ট্যাক্সেস ল’ইয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. খোরশেদ আলম, প্রয়াত এড. শাহ জিকরুল আহমেদের কন্যা ডা. নওশিন আহমেদ, কন্যা মাহিন আহমেদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মীর হোসাইন আখতার, সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী প্রমূখ।

সভাপতির ভাষণে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেন, প্রয়াত জিকরুল আহমেদ রাজনীতিতে সবকিছুর উপর মুক্তিযুদ্ধকে প্রাধান্য দিতেন। তিনি মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু বিবেচনা করতেন। জনাব ইনু বলেন, বর্তমানে দেশে শাসন ও প্রশাসন পরিচালনায় কিছু ভুল-ত্রুটি আছে, সুশাসনের অভাব আছে। নিত্যপণ্যের উর্ধগতি সাধারণ মানুষের জীবনে কষ্ট তৈরি করছে। তিনি বলেন, জাসদ যেমন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি সাম্প্রদায়িক মৌলবাদী, জঙ্গিবাদী, তালেবানি শক্তিকে ছাড় দেয়না। ঠিক তেমনিই সুশাসনের প্রশ্নে কোনো ছাড় দেয়না। দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের ছাড় দেয়না। জাসদ বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গিবাদী-তালেবানি শক্তিকে মোকাবেলার পাশাপাশি সুশাসনের প্রশ্নে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রনের প্রশ্নে সোচ্চার ছিল, থাকবে। তিনি বলেন, বিএনপি ও এর নানা বর্ণের রাজনৈতিক বন্ধুরা জামাতসহ ধর্মান্ধ জঙ্গিবাদী, মৌলবাদী, তালেবানি অপশক্তিকে বগলের তলায় রেখে নির্দলীয় সরকারের আওয়াজের আড়ালে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ভয়ংকর খেলায় নেমেছে। এই খেলার উদ্দেশ্য অসাম্প্রদায়িক ধারাকে ধ্বংস করে তালেবানি শক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া। জনাব ইনু বলেন, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে যেমন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঠিক তেমনই তালেবানি শক্তির রাষ্ট্র ক্ষমতা দখলের ঝুঁকির বিরুদ্ধেও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।