Home জাতীয় জালিয়াতির অভিযোগে বাংলাদেশ বাইবেল সোসাইটির জেনারেল সেক্রেটারি কারাগারে

জালিয়াতির অভিযোগে বাংলাদেশ বাইবেল সোসাইটির জেনারেল সেক্রেটারি কারাগারে

1975

শেরপুর প্রতিনিধি : গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টিয়ান হেলথ প্রজেক্ট, (জয়রামকুড়া) নামের একটি এনজিও নিবন্ধন জালিয়াতি মামলায় ময়মনসিংহ চিফ জুডিশিয়াল আদালতে শুনানির পর বিজ্ঞ আদালত বাংলাদেশ বাইবেল সোসাইটির জেনারেল সেক্রেটারি রেভারেন্ড লিটন ম্রং সহ পরিতোষ ম্রং ও তরুণ দারিং এর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অভিযুক্ত বাকি ৮ আসামিকে বিজ্ঞ আদালত জামিন মঞ্জুর করেন। নিরপেক্ষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত রিপোর্ট ও অন্যান্য সুত্রে জানা যায়, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) এর খ্রীস্টিয়ান হেলথ প্রজেক্টকে রেভাঃ লিটন ম্রং ও তার অনুসারিারা জিবিসির অনুমোদন ছাড়াই উক্ত প্রজেক্ট এর গঠনতন্ত্র সংশোধন করার জন্য জয়েন্ট স্টক অব কোম্পানীজ এন্ড ফার্মস এর কাছে আবেদন করে। আবেদনের সাথে আনুষাঙ্গিক নথি ও প্রয়োজনীয় দলিলাদি অসম্পূর্ণ থাকায় জয়েন্ট স্টক অব কোম্পানিজ এন্ড ফার্মস তাদের আবেদন রেকর্ডভুক্ত করেননি। পরবর্তীতে লিটন ম্রং ও তার অনুসারিরা জিবিসি’র খৃষ্টান হেলথ প্রজেক্টের গঠনতন্ত্র ২০/১২/২০১৮ তারিখ জয়েন্ট স্টক কোম্পানীজ এন্ড ফার্মস দ্বারা এমেন্ডমেন্ড করা হয়েছে মর্মে একাট ভুয়া সার্টিফাইড কপি প্রদর্শন করে ইস্যু নং-২৪৮৪০) গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টিয়ান হেলথ্ প্রজেক্ট, জয়রামকুড়া প্রজেক্ট পরিচালনা করতে থাকে। বিষয়টি অবগত হওয়ার পর গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, বাংলাদেশ সরকারের যৌথ মূলধনী কোম্পানি এন্ড ফার্মস কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করে। সংশ্লিষ্ট পরিদপ্তর হতে গারো ব্যাপ্টিষ্ট কনভেনশন এর প্রেসিডেন্ট পাস্টার শৈবাল সাংমাকে একটি চিঠির মাধ্যমে জানায় যে, গারো ব্যাপ্টিস্ট কনভেনশন খ্রিস্টিয়ান হেলথ্ প্রজেক্ট, জয়রামকুড়া এর সার্টিফাইড কপি তাদের দপ্তর কর্তৃক ইস্যু করা হয়নি এবং উক্ত সার্টিফাইড কপিতে স্থাপিত সিল, স্বাক্ষর ও ইস্যু নম্বর বানোয়াট ও ভূয়া। পরবর্তীতে লিটন ম্রং ও তারা অনুসারীরা জালিয়াতির মাধ্যমে বানানো এর খ্রীস্টিয়ান হেলথ প্রজেক্ট এর ভূয়া এমন্ডেমেন্ড করা ও সার্টিফাইড কপি মহাপরিচালক, এনজিও ব্যুরো, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাখিল করে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন, খৃষ্টান হেলথ প্রজেক্ট নামে একটি এনজিও নিবন্ধন করে ও বিদেশী দাতা সংস্থা হতে তহবিল ও অর্থ গ্রহণ করে। এর প্রেক্ষিতে জিবিসি’র সেক্রেটারি পাস্টার মনোজ চিসিম ময়মনসিংহের বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে একটি মামলা দায়ের করলে বিজ্ঞ বিচারক শুনানি শেষে লিটন ম্রং, পরিতোষ ম্রং ও তরুণ দারিংকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।