Home জাতীয় জার্মানি থেকে ৭ লাখ ৯০ হাজার ডোজ অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের চালান এসেছে

জার্মানি থেকে ৭ লাখ ৯০ হাজার ডোজ অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিনের চালান এসেছে

33

ডেস্ক রিপোর্টঃ জার্মানি থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভ্যাক্স কাঠামোর আওতায় মোট ৭.৯০ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের চালান এসেছে।আজ বিকেল ৫টায় এ ভ্যাকসিন পৌঁছেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণ-যোগাযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম বলেন, স্বাস্থ্য-সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, ডিরেক্টোরেট জেনারেল অব হেলথ সার্ভিস (ডিজিএইচএস)-এর মহাপরিচালক প্রফেসর ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম এবং বাংলাদেশের নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার বিমান বন্দরে এই ৭.৯০ লাখ ডোজ অ্যাস্ট্রেজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের চালান গ্রহণ করেন।
ডিজিএইচএস সূত্র জানায়, বাংলাদেশ এখন পর্যন্ত ৫২৭১৯৯৪০ ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছে।
বাংলাদেশ এই প্রাণঘাতি বৈশ্বিক মহামারি মোকাবেলায় এখন পর্যন্ত আটটি কোভিড-১৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে।
বাংলাদেশ অনুমোদিত কোভিড-১৯ এর ভ্যাকসিনগুলো হচ্ছে- মর্ডানা, জনসন এন্ড জনসন, করোনা ভ্যাক, ফাইজার, কোভিশিল্ড, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফাম।