Home সারাদেশ জামালপুর সদরে খড়ের পালায় আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশংকা

জামালপুর সদরে খড়ের পালায় আগুন, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি আশংকা

16

সুমন আদিতয়,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সদর উপজেলায় তিনটি খড়ের পালায় আগুন লেগে আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

রবিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

জামালপুর ফায়ার সার্ভিস ইউনিট ও স্থানীয় সুত্র জানায়, গোপালপুরে মানিক মিয়া নামে এক ব্যক্তির ক্রয়কৃত খড় সেখানে টিবি দিয়ে রাখে।রবিবার সন্ধ্যায় ঐ খড়ে আগুন লাগে যায়। এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম আকন্দ জানান, সদরের গোপালপুর তিন পুরের পুল এলাকায় মানিক মিয়া (ড্রাইভার) নামে এক ব্যক্তির খড়ের তিনটি পাল্লায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। খড়ের পাল্লা ছাড়া অন্য কোন ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি মানিক মিয়া জানান, আমার ক্রয়কৃত তিনটি খড়ের পাল্লায় আগুন লেগে পুড়ে যায়। এতে আমার আনুমানিক প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ এসআই মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনটি খড়ের পাল্লা পুড়ে গেছে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।