Home সারাদেশ জামালপুর বর্ণালী একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকার প্রার্থী আজাদ

জামালপুর বর্ণালী একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানে নৌকার প্রার্থী আজাদ

18

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ ‘বিজয়ের মাসে বিজয়ের গান’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বর্ণালী একাডেমি।

অনুষ্ঠানটি শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়।

অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রীর সাবেক মূখ্যসচিব জামালপুর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এলে একাডেমির কলাকুশলীরা অভিনন্দন জানান।

আবুল কালাম আজাদ কিছু সময় সংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। একাডেমির শিশু-কিশোরদের সাথে কুশল বিনিময় করেন এবং নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য রাখেন।

বক্তব্যে আজাদ বলেন, আমি এই শহরেরই সন্তান। জিলা স্কুল, আশেক মাহমুদ কলেজে পড়াশুনা করেছি। চাকরী জীবনে ২০০৯ সাল থেকে বিদ্যুত সচিব থেকে দেশের প্রতিটি ঘরেঘরে বিদ্যুত পৌছে দিয়েছি। এখন দেশের কেউ বিদ্যুত ছাড়া নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূখ্যসচিব হিসেবে কাজ করেছি। এসডিজিএস এর সমন্বয়কারী হিসেবে জামালপুরসহ সারাদেশে উন্নয়ন করেছি। আমি আপনাদের ভোটে এমপি হলে স্মাট জামালপুর, সমৃদ্ধ জামালপুর গড়ার কাজটি করবো। শিশু-কিশোরদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবসময় আকাশের সমান স্বপ্ন দেখবে।

এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিল।