Home জাতীয় জামালপুরে দুইদিন ব্যাপি ট্যুর গাইড প্রশিক্ষণ শুরু

জামালপুরে দুইদিন ব্যাপি ট্যুর গাইড প্রশিক্ষণ শুরু

47

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে পর্যটন শিল্পকে বিকাশের প্রয়াসকে সামনে রেখে জামালপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর যৌথ আয়োজনে দুইদিন ব্যাপি ট্যুর গাইড প্রশিক্ষন শুরু হয়।

৩ জানুয়ারী (সোমবার) জেলা প্রশাসকের কনফারেন্স রুমে সকাল ১০ টায় জামালপুর জেলা প্রশাসক(ডিসি) মোর্শেদা জামান দুইদিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করে। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক ইসরাত জাহান কেয়া। এছাড়া বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.মোখলেছুর রহমান,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান ছানা।

উদ্বোধনী অনুষ্ঠানে জামালপুর জেলা প্রশাসক(ডিসি) মোর্শেদা জামান বলেন,জামলপুর পর্যটন শিল্পে অনেক পিছিয়ে আছে। জেলা প্রশাসনের উদ্যোগে আমরা চেষ্টা করছি জামালপুরে পর্যটনকে বিকাশ করতে। এখানে বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে। তবে এখানে ভাল ট্যুরিষ্ট গাইড বা প্রতিষ্ঠান নেই। আমরা চেষ্টা করছি এখনে পর্যটন শিল্পকে কি ভাবে উন্নয়ন করা যায়। এই প্রয়াস থেকে আমরা দুইদিনের প্রশিক্ষন শুরু করেছি। জামালপুরে এটাই প্রথম যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন বিষয়ক প্রশিক্ষন বা কোন কাজ করছে। এজন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে জামালপুর জেলা প্রশাসন থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

প্রশিক্ষনে এ্যানি ট্যুরিজম ও ডিএসডি নামে দুটি প্রতিষ্ঠান থেকে মোট ষাট জনকে প্রশিক্ষন প্রদান করা হবে।