Home জাতীয় জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

39

সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বালু খেকোদের কবল থেকে ব্রহ্মপুত্র নদ এবং অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার কারণে ভাঙনের হুমকিতে থাকা এই নদের পাড়ের জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক রক্ষায় বালু খেকোদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জামালপুর জেলা ও সদর উপজেলা প্রশাসন।

১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ব্রহ্মপুত্র নদে এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে।

জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মাহমুদা বেগম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের নেতৃত্রে একযোগে ভ্রাম্যমাণ আদালতের তিনটি দল ১৫ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ছনকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে স্থানীয় হরিপুর গ্রামের লেবু মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা এবং তালতলা এলাকা থেকে মোশারফ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় নান্দিনা, খড়খড়িয়া, বাদেচান্দি, তালতলা, বানার ও ছনকান্দা এলাকায় চারটি ড্রেজার মেশিন পুড়ানো ও চারটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করা হয়। এছাড়াও এসব স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ, ড্রামের তৈরি ভাসমান পল্টুনসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করা হয়।

এই অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট সদরের ইউএনও লিটুস লরেন্স চিরান বলেন, ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলার কারণে একদিকে নদীভাঙন তীব্র আকার ধারণ করে পরিবেশ বিপর্যয় ঘটছে, অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে এই নদের পাড়ের জামালপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে অবৈধভাবে বালু উত্তোলনকারীরা গা ঢাকা দিয়েছে। অভিযানের সময় ড্রেজার মেশিনসহ বালু তোলার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। আমরা এই নদ থকে বালু তোলা পুরোপুরি বন্ধ করতে চাই। এখন থেকে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নিয়মিত নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।