Home শিক্ষা ও ক্যাম্পাস জাবির ৬ষ্ঠ সমাবর্তম শনিবার

জাবির ৬ষ্ঠ সমাবর্তম শনিবার

191

বোরহান উদ্দিন রব্বানী :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে শনিবার। এতে অংশগ্রহণ করবেন ১৫ হাজার ২১৯ জন গ্র্যাজুয়েট ও গবেষক। ইতোমধ্যে তারা সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠিত হবে।

সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট ছাত্র-ছাত্রীদের সনদপত্র প্রদান করবেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড: দীপু মনি৷ উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম সমাবর্তনে ভাষণ দেবেন। কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য বিভিন্ন নামে প্রদত্ত ট্রাস্টফান্ড বৃত্তিপ্রাপ্ত গ্রাজুয়েটকে রাষ্ট্রপতি স্বর্ণপদক প্রদান করবেন। সমাবর্তনকে কেন্দ্র করে ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্ণিল রূপে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশাল এলাকা জুড়ে সমাবর্তন প্যান্ডেল তৈরি করা হয়েছে। ।বেলা দুইটায় সমাবর্তনে অংশগ্রহণকারী গ্রাজুয়েটগণ সমাবর্তন স্থলে আসন গ্রহণ করবেন। অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন বেলা আড়াইটায়। চ্যান্সেলর সমাবর্তন শোভাযাত্রাসহ সমাবর্তন স্থলে আগমন করবেন বেলা তিনটায়। সমাবর্তন শেষ হবে বিকেল সোয়া চারটায়। সন্ধ্যে ছয়টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।