Home শিক্ষা ও ক্যাম্পাস জাবির আইন ও বিচার বিভাগের সভাপতির দায়িত্বে শায়লা আলম আশা

জাবির আইন ও বিচার বিভাগের সভাপতির দায়িত্বে শায়লা আলম আশা

295

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসানের সই করা এক অফিস আদেশে নিয়োগের বিষয়টি জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ৩৬ মাসের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।

দায়িত্বে থাকাকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।

উল্লেখ্য যে, গত ৩০ শে আগস্ট সহযোগী অধ্যাপক সুপ্রভাত পালকে আইন ও বিচার বিভাগের সভাপতি নিয়োগ দেওয়া হয়। কিন্তু তিনি ব্যাক্তিগত কারণ দেখিয়ে সভাপতির দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন। তাই অ্যাক্ট ১৯৭৩ এর প্রথম স্যাটিউটের ৯(১) ধারা বলে বিভাগের পরবর্তী জৈষ্ঠ্যতম শিক্ষক সহযোগী অধ্যাপক অধ্যাপক শায়লা আলম আশাকে বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।