Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়ল রাবি শিক্ষার্থী

জাবিতে ‘প্রক্সি’ দিতে এসে ধরা পড়ল রাবি শিক্ষার্থী

105

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা কেন্দ্র থেকে জালিয়াতির অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

সোমবার বার (১৯জুন) ‘বি’ ইউনিটের পরীক্ষা চতুর্থ শিফটের পরিক্ষা চলাকালে স্কুল এন্ড কলেজ বিল্ডিং এর ৪০১ নম্বর কক্ষে দায়িত্বরত শিক্ষকের সহায়তায় সহকারী প্রক্টর অধ্যাপক মেহেদী হাসান দিপু তাকে আটক করে।

আটককৃত নাজমুল হক নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে দাবি করেছেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানায়, প্রক্টর অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।