Home শিক্ষা ও ক্যাম্পাস জাবিতে নবনির্মিত ৬ টি হল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ

জাবিতে নবনির্মিত ৬ টি হল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ

198

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ৬টি হল দ্রুত চালু করা এবং আবাসিক হলে গণরুম-গেস্টরুম সংস্কৃতি ও আসন বন্টনের রাজনীতি বন্ধসহ তিনদফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

তাদের অন্য দাবিগুলো হলো- আগামী ৩০ জানুয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের ক্ষমতাসীন ছাত্রসংগঠনের চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া।