Home জাতীয় জাতীয় নির্বাচনে সেনা বাহিনী মাঠে থাকবে।

জাতীয় নির্বাচনে সেনা বাহিনী মাঠে থাকবে।

21

ডেস্ক রিপোর্ট: জাতীয় নির্বাচনে অন্যান্য আইনশৃংঙ্খলা বাহিনীর সঙ্গে সেনা বাহিনী মাঠে থাকবে। বৃহস্পতিবার এ বিষয় পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
সেনা বাহিনী ২৯ ডিসেম্বর থেকে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মাঠে মোতায়েন থাকবে।
পরিপত্রে বলা হয়েছে ১১ কোটি ৯৭ লাখ ভোটারের জন্য এই নির্বাচনে ৪২ হাজারের বেশী ভোট কেন্দ্র রয়েছে। প্রতি ভোট কেন্দ্রে ১৫-১৭ জন নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে।
ভোটের আগে ও পরের ১৩ দিন সেনা বাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।