Home জাতীয় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ৭ জানুয়ারী

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: ভোট ৭ জানুয়ারী

116

ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে প্রধান নির্বাচন কমিশনার। তফসিল অনুযায়ী ২০২৪ সালের ৭ জানুয়ারী নির্বাচন অনষ্ঠিত হবে।প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।
বুধবার রাতে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষনে এ ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
এসময় তিনি বলেন, ১-৪ নভেম্বর মনোনয়ন যাচাই বাচাই করা হবে।কমিশনের আপিল ও নিষ্পত্তি ৬-১৫ ডিসেম্বর।প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর। নির্বাচনী প্ররচারনা চলবে ১৮ ডিসেম্বর ২০২৩৪ থেকে ৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত।
তিনি আরও বলেন, নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার ও ৫৯২ জন সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হযেছে।দেশের ৪২ হাজার ভোট কেন্দ্রের ২ রাখ ৬২ হাজার বুথে প্রায় ১১ কোটি ৯৭ লাখ ভোটার তাদের ভোট প্রদান করবেন।