Home জাতীয় “ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ” এর ৩৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন

“ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ” এর ৩৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী উদযাপন

102

স্টাফ রিপোটার: দেশের গার্মেন্টস সেক্টরের প্রাচীন সংগঠন “ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ” এর ৩৮ তম প্রতিষ্ঠা বর্ষিকী আজ- ২২ জুলাই। ১৯৮৪ সালের ২২ জুলাই ফেডারেশনটি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ ২২ জুলাই শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বাংলাদেশী পতাকা র‌্যালী বের হয়। র‌্যালী ঢাকাস্থজাতীয় শহীদ মিনারে গিয়ে পুষ্প মাল্য অর্পণ এবং শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন: ফেডারেশনের সাধারণ সম্পাদক আরিফা
আক্তার, সহ-সভাপতি ফারুক খান, সাফিয়া পারভীন, কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,
যুগ্ম সম্পাদক ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিমা আক্তার, রবিউল চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি- জনাব কামরুল হাসান।
ফেডারেশনের সভাপতি জনাব আমিরুল হক্ আমিন বলেন, গার্মেন্টস শ্রমিকদের সাপ্তাহিক ছুটি, মে
দিবসের ছুটি, ঈদ বোনাস, মের্টানিটি ছুটি, মজুরী বোর্ড গঠন, স্পেকটাম গার্মেন্টসে নিহত-আহতদের উপযুক্ত
ক্ষতিপুরন আদায়, রানা প্লাজার নিহত-আহতদের ক্ষতিপুরন আদায়, একর্ড গঠনসহ সকল অর্জনের প্রধান
সংগঠন হিসাবে ভুমিকা পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বর্তমান সময়ে গার্মেন্টস শ্রমিকদের জীবন-যাপন উপযোগী মজুরী (লিভিং ওয়েজ), নিরাপদ কর্মস্থল,
অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত এবং আইএলও কনভেনশন-১৯০ অনুস্বাক্ষর করার চলমান আন্দোলনেও অগ্রণী ভুমিকা পালন করছে এই ফেডারেশন। ফেডারেশনের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।