Home জাতীয় জলঢাকায় ভ্রাম্যমান আদালত:আমরা শত্রু নই,আমাদেরকে দেখে পালাতে হবে না

জলঢাকায় ভ্রাম্যমান আদালত:আমরা শত্রু নই,আমাদেরকে দেখে পালাতে হবে না

75

নাহিদ মিথুন,জলঢাকা(নীলফামারী) প্রতিনিধিঃ আমরা শত্রু নই,আমাদেরকে দেখে পালাতে হবে না,মিথ্যা বলা লাগবে না। মাক্স ব্যবহার করেন। সবাই মাক্স ব্যবহার করলে নিজে বাচবেন। স্বজন-প্রিয়জন সহ জাতিকে বাচাবেন। তাই পরিচ্ছন্নতার পাশাপাশি করোনা-ওমিক্রনের রাহুগ্রাস হতে মুক্ত থাকতে আমাদের সবাইকে মাক্স বাধ্যতামূলক ব্যবহার করতে হবে।
নীলফামারীর জলঢাকায় মাক্স বিহীন পথচারী ও জনসাধারণের উদ্দেশ্যে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান।
শনিবার সন্ধ্যায় উপজেলা মোড়,বঙ্গবন্ধু চত্ত্বর,চাউল বাজার ও জিরো পয়েন্ট মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে মাক্স ব্যবহারে অবহেলার দায়ে ১৪টি মামলায় দুই হাজার আটশত টাকা জরিমানা করা হয়।