Home জাতীয় ছাত্রলীগের সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের মিছিল

ছাত্রলীগের সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের মিছিল

44

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ (৩০মে) দুপুর ১২টায় সন্ত্রাসবিরোধী মিছিল করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে এসে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কেএম মুত্তাকী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক শীলের সঞ্চালনায় ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার নিন্দা এবং ক্যাম্পাসে গণতান্ত্রিক সহাবস্থান নিশ্চিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেন বক্তারা। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিগত বেশ কিছুদিন ধরেই ছাত্রদল ও ছাত্রলীগের মহড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বস্তুত, কিছুদিন আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল এবং ছাত্রলীগ পাল্টাপাল্টি মহড়া অব্যাহত রেখেছে। ছাত্রদল-ছাত্রলীগের মহড়া এবং ছাত্রদল নেতাদের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় ক্যাম্পাসের শিক্ষা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছে।