Home সারাদেশ ছাগল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে খুন: আসামি ৫২, গ্রেপ্তার ৬

ছাগল নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে খুন: আসামি ৫২, গ্রেপ্তার ৬

22

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি!! জামালপুরের বকশীগঞ্জে ছাগল নিয়ে সংঘর্ষে আবুল হাসেম দুলাল (৪৫) খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় এ মামলা করেন। এ ঘটনায় পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন উপজেলার বগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু (৫৬), লিচুর ছোট ভাই বিপ্লব মিয়া (৩০), ভোসর বেপারির ছেলে মানিক মিয়া (৫৬), রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া (২৭), আবু মিয়ার ছেলে আনোয়ার(২৫) ও কালাম মিয়ার ছেলে রিপন (২৬)।

জানা যায়, বুধবার (২৬ এপ্রিল) উপজেলার আলীরপাড়া গ্রামে ছাগল নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে পরদিন বৃহস্পতিবার দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ছোঁড়া টেঁটা বিদ্ধ হয়ে আবুল হাসেম দুলালের মৃত্যু হয়।

এই ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের ভাই রেজাউল করিম বাদী হয়ে বকশীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহসহ ৫২ জনকে আসামি করেন।

বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, খুনের ঘটনায় মামলা হয়েছে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ ৬ জনকে এ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।